Last Updated: July 15, 2012 21:47

দুর্গাপুরে আবাসিক শিবিরের জন্য শহর ছাড়ল মোহনবাগান। রবিবার সকালে ক্লাব তাঁবু থেকেই দুর্গাপুরের উদেশ্যে রওনা দেন টোলগেরা। দলের সঙ্গে যাননি রহিম নবি।সোমবার তিনি শিবিরে যোগ দেবেন। প্রাক মরসুম প্রস্তুতিতে দুসপ্তাহের এই শিবির ফুটবলারদের ভীষণভাবে কাজে লাগবে বলে মনে করেন কোচ সন্তোষ কাশ্যপ।সোমবার দুবেলা অনুশীলন করবেন মোহনবাগান ফুটবলরারা। মঙ্গলবার-বুধবারের মধ্যেই শিবিরে যোগ দেওয়ার কথা দুই বিদেশি স্ট্যানলি আর ইচের। মোহনবাগানের গোলমেশিন ওকেলি ওডাফা ছাড়াই এই আবাসিক শিবির। এবারের দল নিয়ে যথেষ্ট আশাবাদী মোহনবাগান কোচ।
First Published: Sunday, July 15, 2012, 21:47