Last Updated: Saturday, November 10, 2012, 20:33
মুম্বইতে চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শিবির। অনুশীলন দেখেই পরিষ্কার বদলার সিরিজ নিয়ে বেশ মজে আছেন ধোনিরা। শনিবার এই শিবিরের দ্বিতীয় দিনে দলকে দীর্ঘক্ষণ অনুশীলন করান কোচ ডানকান ফ্লেচার। সকাল ১০টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত চলে অনুশীলন। এদিন ক্রিকেটারদের ফিটনেসের পাশাপাশি নেট প্র্যাকটিসের উপরও জোর দেন ফ্লেচার। সচিন, সেওয়াগ গম্ভীরদের ব্যাটিংয়ের ত্রুটিগুলি ধরে ধরে শুধরে দেন।