আজ আই লিগ অভিযান শুরু মোহনবাগানের, Mohunbagan starts i league journey today

আজ আই লিগ অভিযান শুরু মোহনবাগানের

আজ আই লিগ অভিযান শুরু মোহনবাগানেরসকালে হাল্কা ফিটনেস ট্রেনিং। তারপর অর্ধেক মাঠে স্ট্রাইকার ও মিডফিল্ডার বনাম ডিফেন্ডারদের ম্যাচ প্র্যাকটিস। পরে ফুটবলারদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন প্র্যাকটিস। সবশেষে নিখুঁত কর্নার থেকে গোল করার দক্ষতা বাড়ানোর অনুশীলন। মোহনবাগানের সুব্রত-প্রশান্ত জুটির প্রথম পরীক্ষার আগে শেষ অনুশীলনের এটাই ছিল টুকরো ছবি। স্টোরে চোটের জন্য নেই। ব্যারেটোর চোটের জন্য জায়গা হবে রিজার্ভ বেঞ্চে। ফলে আইলিগ অভিযানের শুরুতে সুব্রত-প্রশান্ত-র চার-চার-দুই ছকে সুযোগ
পাচ্ছেন মাত্র দুজন বিদেশিই। প্রদীপকে রাইটব্যাকে খেলালেও শেষপর্যন্ত তিনিই ঐ পজিশনে খেলবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তবে টিমসূত্রের খবর, রাইটব্যাক হিসেবেই প্রদীপের প্রথম একাদশে খেলার সম্ভাবনাই বেশি। ফিটনেস সমস্যা, কোচ বিতর্ক-সব পিছনে ফলে এখন অ্যারোজের বিরুদ্ধে আইলিগের প্রথম ম্যাচ হতে চলেছে ওডাফাদের আত্মবিশ্বাস ফেরানোর সেরা মঞ্চ। আর অ্যারোজদের ক্ষুরধার স্ট্র্যাটেজির তীরে বিদ্ধ করতে প্রস্তুত বাগানের নতুন টিডি-কোচ জুটি। আটের দশকে সুব্রত-প্রশান্তর জুটি বহুবার মোহনবাগানে রক্ষাকর্তার ভূমিকা পালন করেছে। সেটাই বাড়তি চাপ দুজনের কাছে। তবে দুই দলের অভিজ্ঞ টিডি সুব্রত ভট্টাচার্য বনাম সুখবিন্দর সিংয়ের লড়াই হতে চলেছে এই ম্যাচের সেরা বিজ্ঞাপন।
 

First Published: Sunday, October 23, 2011, 00:46


comments powered by Disqus