Last Updated: November 7, 2012 20:40

পরপর তিনটি জয় পেয়ে যদিও এখন কিছুটা স্বস্তিতে মোহন শিবির, তবুও টোলগে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সেই ধোঁয়াশা আরও উস্কে দিলেন স্বয়ং মোহনবাগানের সহকারি কোচ মৃদুল ব্যানার্জি। বুধবার অনুশীলনের পর মৃদুল ব্যানার্জি জানান,হাঁটুর অস্ত্রোপচার নয়,চোটের রিহ্যাব করতেই বাড়ি গেছেন অসি গোলমেশিন। তাছাড়া টোলগে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত বলেও জানান তিনি।
শুধু চোটের রিহ্যাব করতে টোলগে কেন অস্ট্রেলিয়া উড়ে গেলেন,তা নিয়ে সংশয় থাকছেই। শোনা যাচ্ছে করিম সরকারিভাবে দায়িত্ব নেওয়ার পরপরই কলকাতায় ফিরে আসবেন টোলগে ওজবে।
অন্যদিকে আই লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে দিল্লি পৌঁছল মোহনবাগান। শুক্রবার রাজধানীতে ওডাফাদের প্রতিপক্ষ ওএনজিসি। বিকেলে শহর ছাড়ার আগে বুধবার সকালে অবশ্য অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা। আই লিগে জোড়া জয় অনেকটাই ট্র্যাকে এনে দিয়েছে সবুজ-মেরুন শিবিরকে। দিল্লিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান নবি,নির্মলরা। আগের ম্যাচে স্পোর্টিংকে বড় ব্যবধানে হারালেও,ওএনজিসিকে সমীহ করছেন মোহনবাগান কোচ মৃদুল ব্যানার্জি।
ছেলের অসুস্থতার জন্য গত তিন দিন অনুশীলনে আসেননি ওডফা। যদিও দলের সঙ্গে দিল্লি গেছেন মোহনবাগান অধিনায়ক। আগের ম্যাচের দলে একটাই পরিবর্তন হয়েছে। চোট পাওয়া মনীশ মাথানির জায়গায় দলে এসেছেন ফেলা।
মোহনবাগানের সাম্প্রতিক সাফল্যের পেছনে করিম বেঞ্চিরিফার অবদানের কথা কার্যত স্বীকার করে নিলেন সহকারি কোচ মৃদুল ব্যানার্জি। যুবভারতীতে স্পোর্টিং ম্যাচে জয়ের পর মোহনবাগানের সহকারি কোচ জানিয়ে ছিলেন,তাঁর সঙ্গে করিমের কোনও কথাই হয় না। ম্যাচের যাবতীয় স্ট্র্যাটেজি তিনিই করেন। বুধবার দিল্লি উড়ে যাওয়ার আগে মোহনবাগানের সহকারি কোচ অবশ্য বলেন করিমের মতাদর্শ মেনেই সাফল্য আসছে দলে। ১৮ নভেম্বর সরকারিভাবে মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন সালগাঁওকরের প্রাক্তন কোচ করিম বেঞ্চিরিফা।
First Published: Wednesday, November 7, 2012, 20:53