Last Updated: Wednesday, November 7, 2012, 20:40
পরপর তিনটি জয় পেয়ে যদিও এখন কিছুটা স্বস্তিতে মোহন শিবির, তবুও টোলগে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সেই ধোঁয়াশা আরও উস্কে দিলেন স্বয়ং মোহনবাগানের সহকারি
কোচ মৃদুল ব্যানার্জি। বুধবার অনুশীলনের পর মৃদুল ব্যানার্জি জানান,হাঁটুর অস্ত্রোপচার নয়,চোটের রিহ্যাব করতেই বাড়ি গেছেন অসি গোলমেশিন। তাছাড়া টোলগে মানসিক
দিক দিয়ে বিপর্যস্ত বলেও জানান তিনি।