Last Updated: December 13, 2013 22:29

নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হরিদেবপুরে গ্রেফতার হলেন এক স্কুল শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ওই নাবালিকার সঙ্গে একই পুলকারে যেতেন হরিদেবপুরের নালন্দা বিদ্যাপীঠের ওই শিক্ষক। অভিযোগ, গত পাঁচ-ছদিন ধরে স্কুলে যাওযার পথে পুলকারের ভেতর ওই নাবালিকার শ্লীলতাহানি করতেন ওই শিক্ষক।
গতকাল বাড়িতে গোটা ঘটনাটি জানায় নাবালিকা। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে তাকে ধরে ফেলেন। চাপে পড়ে দোষ স্বীকার করে নেন অভিযুক্ত শিক্ষক। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।
First Published: Friday, December 13, 2013, 22:29