Last Updated: December 10, 2013 11:25
নির্বাচিত হওয়ার পরপরই শ্লীলতাহানির অভিযোগ উঠল আম আদমি পার্টির বিধায়ক ধর্মেন্দ্র কোহলির বিরুদ্ধে। দিল্লির সীমাপুরি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতা বীর সিং ধীঁঘানকে হারিয়েছেন ধর্মেন্দ্র কোহলি। ভোটে জেতার পর হেরে যাওয়া প্রার্থীর স্ত্রীকে শ্লীলতাহানি করেছেন কোহলি এমন অভিযোগ উঠল।
ধীঁঘানের স্ত্রীর অভিযোগ, রবিবার বিজয় মিছিলের সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন ধর্মেন্দ্র কোহলি। তাঁর অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছে আম আদমি পার্টি। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ধীঁঘানের স্ত্রীর অভিযোগে সামান্য সত্যতা থাকলেও কোহলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কোহলি।
First Published: Tuesday, December 10, 2013, 11:25