Delhi assembly poll - Latest News on Delhi assembly poll | Breaking News in Bengali on 24ghanta.com
ভোটে জেতার পরই শ্লীলতাহানির অভিযোগ `আপ`-এর বিধায়কের বিরুদ্ধে

ভোটে জেতার পরই শ্লীলতাহানির অভিযোগ `আপ`-এর বিধায়কের বিরুদ্ধে

Last Updated: Tuesday, December 10, 2013, 11:25

নির্বাচিত হওয়ার পরপরই শ্লীলতাহানির অভিযোগ উঠল আম আদমি পার্টির বিধায়ক ধর্মেন্দ্র কোহলির বিরুদ্ধে। দিল্লির সীমাপুরি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতা বীর সিং ধীঁঘানকে হারিয়েছেন ধর্মেন্দ্র কোহলি। ভোটে জেতার পর হেরে যাওয়া প্রার্থীর স্ত্রীকে শ্লীলতাহানি করেছেন কোহলি এমন অভিযোগ উঠল।