Last Updated: August 17, 2012 14:35

ফের কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠল। অপমানে আত্মহত্যার চেষ্টা করল ওই কিশোরী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হাওড়ার পাঁচলায়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কিশোরী। এখনও ফেরার অভিযুক্ত।
অন্যান্যদিনের মতই বুধবারও জরির কাজ সেরে বাড়ি ফিরছিল হাওড়া সাঁকরাইল থানা এলাকার বাসিন্দা বছর পনেরোর এক কিশোরী। অভিযোগ, সেই সময় পাঁচলায় একটি পেট্রোল পাম্পের সামনে ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে দিলীপ সর্দার নামে স্থানীয় এক যুবক। অভিযোগ বেশ কয়েকদিন ধরেই দিলীপ সর্দার ওই কিশোরীকে উত্যক্ত করছিল। বুধবার বাড়ি গিয়ে বাবা-মাকে পুরো ঘটনাটি জানায় ওই কিশোরী। অভিযোগ এরপরই তাকে নানাভাবে ভয় দেখাতে থাকে দিলীপ সর্দার। এরপরই অপমানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার অভিযোগ পাঁচলা থানায় জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাদের সাঁকরাইল থানায় যেতে বলা হয়। শেষে সন্ধের পর সাঁকরাইল থানায় ওই কিশোরীর অভিযোগ নেওয়া হয়। গোটা ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এখনও ফেরার অভিযুক্ত দিলীপ সর্দার। এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারাই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
First Published: Friday, August 17, 2012, 14:35