Last Updated: Saturday, July 20, 2013, 20:45
আক্রান্ত হলেন পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক। আজ সকালে পাঁচলার মৌলবীপাড়ায় গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। গুলি না লাগলেও বোমার আঘাতে আহত হন গুলশন মল্লিক। জখম বিধায়ককে গড়বেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।