Moon moon sen

প্রচারে নতুন চমক, আদিবাসীদের সঙ্গে নাচলেন মুনমুন

প্রচারে নতুন নতুন চমক। এবার সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী মুনমুন সেন। আর তাই এবার ঝিলিমিলিতে প্রচারে গিয়ে আদিবাসীদের সঙ্গে নাচেই মেতে উঠলেন তিনি। সঙ্গে দুই কন্য-রিয়া আর রাইমা। চড়া রোদ, প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী আর তাঁর দুই তারকা কন্যা।

বেরিয়েছিলেন প্রচারে। চরচরে রোদ। গা ঝলসিয়ে দেওয়া গরম। কিন্তু, ভোট বলে কথা। তাই, গরম উপেক্ষা করেই এখন প্রচারের ময়দানে মুনমুন সেন। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। সঙ্গে দুই মেয়ে। রিয়া আর রাইমা। প্রচার গাড়ির সামনে ততক্ষণে শুরু হয়ে গিয়েছেআদিবাসীদের নাচ। না বেশিক্ষণ নিজেকে গাড়িতে আটকে রাখতে পারলেন না তৃণমূল প্রার্থী মুনমুন সেন। নেমে এলেন রাস্তায়। মা-কে দেখে পথে নামলেন দুই মেয়েও।

First Published: Thursday, April 17, 2014, 20:50


comments powered by Disqus