Last Updated: Thursday, April 17, 2014, 20:50
প্রচারে নতুন নতুন চমক। এবার সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী মুনমুন সেন। আর তাই এবার ঝিলিমিলিতে প্রচারে গিয়ে আদিবাসীদের সঙ্গে নাচেই মেতে উঠলেন তিনি। সঙ্গে দুই কন্য-রিয়া আর রাইমা। চড়া রোদ, প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী আর তাঁর দুই তারকা কন্যা।