Last Updated: April 21, 2012 20:43

সোমবার থেকে অনির্দিষ্টকালীন ডুয়ার্স বনধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা এবং জন বার্লা গোষ্ঠীর জয়েন্ট অ্যাকশন কো-অর্ডিনেশন কমিটি। শনিবার এই ঘোষণা করেন আদিবাসী বিকাশ পরিষদ থেকে বিতাড়িত নেতা জন বার্লা। তাঁর বক্তব্য, রাজ্য সরকার তাঁদের সঙ্গে দ্বিচারিতা করছে। তাঁর এই বক্তব্যে সমর্থন জানান মোর্চা নেতা রোশন গিরিও।
জিটিতে তরাই ও ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্তের দাবিতে রবিবার নাগরাকাটায় জনসভারও আয়োজন করেছে জয়েন্ট অ্যাকশন কো-অর্ডিনেশন কমিটি। ওই জনসভায় মোর্চা সভাপতি বিমল গুরুং ভাষণ দেবেন বলেও ঠিক হয়। অন্যদিকে জনসভাকে ব্যর্থ করতে কালই ১২ ঘণ্টার ডুয়ার্স বনধ ডেকেছে আদিবাসী বিকাশ পরিষদ-সহ ২৬টি সংগঠনের যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে মোর্চা ও জন বার্লা গোষ্ঠীকে জনসভা করার অনুমতি দেয়নি প্রশাসন। নাগরাকাটায় মঞ্চও বাঁধতে গেলেও বাধা দেয় পুলিস।
First Published: Saturday, April 21, 2012, 20:43