Last Updated: March 5, 2013 16:08

পাহাড়ে শান্তি বজায় রাখতে মোর্চা নেতৃত্বকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ মোর্চা নেতাদের সঙ্গে আলোচনায় একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিকে সঙ্গে নিয়ে শিন্ডের সঙ্গে কথা বলেন মোর্চা নেতারা।
পাহাড়ে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষ নজর দেওয়ার আর্জিও জানান তাঁরা। জিটিএর কাজে রাজ্য সরকার হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ জানান তাঁরা। এর আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গেও কথা হয় মোর্চা নেতাদের। আগামী ৭ এবং ৮ এপ্রিল পাহাড়ে যাবেন বলে জানিয়েছেন জয়রাম রমেশ। কংগ্রেস হাইকমান্ডের কাছে যাতে তাঁদের দাবিগুলি পৌঁছয় সে বিষয়ে দীপা দাশমুন্সিকে উদ্যোগী হওয়ার আর্জি জানিয়েছেন মোর্চা নেতারা।
আগামিকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা মোর্চা নেতাদের। সূত্রের খবর, এরপরেই পাহাড়ে বনধ প্রত্যাহার নিয়ে বৈঠকে বসতে পারেন মোর্চা নেতারা। একইসঙ্গে বিমল গুরুং জানিয়েছেন, জিটিএর বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আর কোনও আলেচনাই করবেন না তাঁরা।
First Published: Tuesday, March 5, 2013, 16:08