Last Updated: Wednesday, December 18, 2013, 21:04
ডিসেম্বর মাস এলে, হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব এলেই মনে চলে আসে খুশি খুশি ভাব। দিন যত এগোয় বড়দিন আর বর্ষবরণের আনন্দে রোজই উত্সব। খুশির মরসুমে পিকনিক, পার্টির সঙ্গে দেদার চলতে পারে সিনেমা দেখাও। বক্সঅফিসও হাজির বছরের সেরা রিলিজ নিয়ে। এবারের শীতের সেরা পাঁচটা ছবির তালিকায় রইল-