Last Updated: July 18, 2013 17:41

বিহারের ছাপড়ার পর তামিলনাড়ুর নভ্যেলি। স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল একশোর বেশি ছাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রীরা সকলেই আশঙ্কামুক্ত। সেদিন মিড ডে মিলের খাবার নষ্ট হয়ে গিয়েছিল বলেই ছাত্রীরা খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
বিহারের ছাপড়ায় স্কুলের মিড ডে মিল খেয়ে ২৩ জন শিশুর মৃত্যুর ঘটনায় এরমধ্যেই উত্তাল দেশ। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে ২৫ জন শিশু। তবে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
First Published: Thursday, July 18, 2013, 17:41