Last Updated: July 13, 2012 17:54

চলতি মরসুমে ইস্টবেঙ্গল দলে তারকার ছড়াছড়ি। সব বিভাগেই একাধিক ভাল মানের ফুটবলার। ৩২জনের দল থেকে সেরা এগারো বাছা রীতিমত চ্যালেঞ্জ ট্রেভর জেমস মরগ্যানের সামনে। মরসুমের একেবারে শুরুতেই সেকথা মানছেন লাল-হলুদ কোচ।
এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে মরগ্যান বলছেন,অনেক ফুটবালারই সেভাবে সুযোগ পাবেন না। তাই টিম স্পিরিট ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। অজি স্ট্রাইকার টোলগেকে না পেলেও কোনও অসুবিধা হবে না বলেও জোর গলায় দাবি করেচেন তিনি। আগামী সপ্তাহের শুরুতেই সম্ভবত ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন নাইজেরীয় গোলমেশিন এডে চিড্ডি।
First Published: Friday, July 13, 2012, 17:54