পঞ্চম আইপিএলের নিলামে সবথেকে দামি রবীন্দ্র জাদেজা

পঞ্চম আইপিএলের নিলামে সবথেকে দামি রবীন্দ্র জাদেজা

পঞ্চম আইপিএলের নিলামে সবথেকে দামি রবীন্দ্র জাদেজাপ্রত্যাশামতোই পঞ্চম আইপিএলের নিলামে সবথেকে বেশি দাম পেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজাকে ১০ কোটি টাকার বিনিময়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এবং ডেকান চার্জার্স সমান দাম দিলেও টাই ব্রেকে জাদেজাকে পেয়ে যায় চেন্নাই।

জাদেজার পরই নিলামে দাম ওঠে মাহেলা জয়বর্ধনের। ৭ কোটি টাকার বিনিময়ে জাদেজাকে পায় দিল্লি ডেয়ারডেভিলস। ৫ কোটি টাকা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স নিয়েছে ভারতের মিডিয়াম পেসার বিনয় কুমারকে। কলকাতা নাইট রাইডার্স সাড়ে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে ব্র্যান্ড ম্যাককালামকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনকেও তারা নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে থিসারা পেরেরা, মিচেল জনসন,রবিন পিটারসন ও আরপি সিংকে। এবারের নিলামে দল না পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম ভিভিএস লক্ষ্মণ।





First Published: Sunday, February 5, 2012, 16:02


comments powered by Disqus