Last Updated: Saturday, February 4, 2012, 20:33
প্রত্যাশামতোই পঞ্চম আইপিএলের নিলামে সবথেকে বেশি দাম পেলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজাকে ১০ কোটি টাকার বিনিময়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এবং ডেকান চার্জার্স সমান দাম দিলেও টাই ব্রেকে জাদেজাকে পেয়ে যায় চেন্নাই।