mother girl killed

বন্ধ ফ্যাল্ট থেকে উদ্ধার মা, মেয়ের পচা গলা দেহ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল মা ও মেয়ের পচা গলা দেহ। বোড়ালের সপ্তর্ষি অ্যাপার্টমেন্ট থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে দেহদুটি উদ্ধার করে পুলিস। মেয়ে মেহুলি চক্রবর্তী কলেজে পড়তেন। পাড়ায় মা ও মেয়ে তেমন মিশতেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিস।

আটাত্তর নম্বর বোড়াল রোডের সপ্তর্ষি অ্যাপার্টমেন্ট। সাত মাস আগে এই আবাসনের তিন তলায় ফ্ল্যাট ভাড়া নেন তিপান্ন বছরের মিতা চক্রবর্তী। মেয়ে মেহুলি চক্রবর্তী কলেজে পড়তেন। চৌঠা ফেব্রুয়ারি শেষবার তাঁদের দেখা গিয়েছিল। পাড়ায় দু`জনে তেমন মিশতেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সকালে ফ্ল্যাটের বাইরে দুর্গন্ধ পান আবাসিকরা। খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে মা ও মেয়ের পচা গলা দেহ উদ্ধার করে বাঁশদ্রোণী থানার পুলিস ।

মা ও মেয়ের জোড়া মৃত্যুতে ধন্দে পড়েছে পুলিস। ঘরের ভিতরে খাটের ভিতরে পড়েছিল দেহদুটি। ঘরের অন্যান্য জিনিসপত্রও অগোছালো ছিল না। ময়নাতদন্তের পরই মৃত্যুরহস্যের জট কাটবে বলে মনে করছে পুলিস।

First Published: Saturday, February 8, 2014, 19:45


comments powered by Disqus