Last Updated: Saturday, February 8, 2014, 19:45
বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল মা ও মেয়ের পচা গলা দেহ। বোড়ালের সপ্তর্ষি অ্যাপার্টমেন্ট থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে দেহদুটি উদ্ধার করে পুলিস। মেয়ে মেহুলি চক্রবর্তী কলেজে পড়তেন। পাড়ায় মা ও মেয়ে তেমন মিশতেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিস।