Last Updated: May 11, 2014 09:38

মে মাসের দ্বিতীয় রবিবার গুগল যোগ দিল মাদার্স ডে-এর উত্সবে। ভারত সহ বিশ্বের ৫২টি দেশে গুগল ডুডুলে মাদার্স ডে-কে মনে রেখে সাজিয়ে তোলা হয়েছে। গুগলের হোম পেজ সাজানো হয়েছে একটু অন্য রকম মায়ের ছবিতে। আজ গুগল ডুডুলে দেখা যাচ্ছে মাদার্স ডে উপলক্ষ্যে যেখানে মা তাঁর সন্তানদের সঙ্গে সাইকেল চালিয়ে মজা করছে।
মা দিবসে গুগলের ডুডলটি নন-ইন্টারঅ্যাকটিভ। সাদামাটা ও রঙিন। ছবিতে দেখা যাচ্ছে সবার আগের সাইকেলটি চালাচ্ছে মেয়েশিশু। মাঝের সাইকেলটি চালাচ্ছেন মা। আর সবার পেছনের সাইকেলটি চালাচ্ছে ছেলেশিশুটি। সবার পরনে রঙিন পোশাক। মাথায় সাইকেল চালানোর হেলমেট।
বিভিন্ন বিখ্যাত মানুষ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ যেই লোগো তৈরি করাকেই গুগল ডুডল বলে। শুধু গুগল নয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আজ মা দিবস জাঁকিয়ে পালন করা হচ্ছে।
দেখুন বিভিন্ন সময় গুগুলের বিখ্যাত ডুডুল নিচের লিঙ্কে ক্লিক করে
First Published: Sunday, May 11, 2014, 10:09