Last Updated: November 27, 2013 14:29

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ)-এর যুগ্ম সচিব আল্পেস শাহের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন ১৯ বছরের এক মহিলা ক্রিকেটার। অভিযোগ, গত গত ২৩ সেপ্টেম্বর শাহের ঘরে তাঁকে প্রণাম করতে যান সেই মহিলা ক্রিকেটার। এরপরই শাহ সেই মহিলা ক্রিকেটারকে আলিঙ্গন করার অজুহাতে হেনস্থা করতে শুরু করেন। ভয়ে শাহ-র ঘর থেকে ছুটে পালিয়ে এসে নিজের বাবার কাছে সব কথা খুলে বলেন সেই মহিলা ক্রিকেটার।
হেনস্থার অভিযোগ আনা সেই মহিলা ক্রিকেটারের বাবা আজ এমপিসি-এর অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন। এমপিসিএ-এর যুগ্ম সচিব আল্পেস শাহ অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে নিজেদের শীর্ষস্থানীয় কর্তাদের উপর ওঠা এমন বিস্ফোরক অভিযোগের পর মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকেছে।
First Published: Wednesday, November 27, 2013, 15:16