Last Updated: Tuesday, February 5, 2013, 22:19
মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই বিদায় নিল ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ লিগেই বিদায় নিলেন ঝুলনরা। আজ গ্রুপ লিগের তৃতীয় তথা শেষ ম্যাচটা প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে জিততে হত ভারতকে। কিন্তু আজ সব কিছুই খারাপ হল ভারতের। ডু অর ডাই ম্যাচে ভারত হারল ১৩৮ রানে। ২৮২ রান তাড়া করতে নেমে ভারতীয়দের ইনিংস শেষ হয়ে গেল ভারতের।