Last Updated: August 19, 2013 20:49

প্রেসিডেন্ট ভবনের উন্নতিকল্পে তহবিলের টাকা নয় ছয়ের অভিযোগ থেকে মুক্ত হলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক। আজ মিশরের একটি আদালত এই রায় দিয়েছে।
তবে মুবারক অভিযোগ মুক্ত হলেও ছাড় পেলেন না তাঁর দুই পুত্র। একই অপরাধে মুবারক পুত্র আলা ও গামালের পরবর্তী শুনানি অবধি কারাবাসের নির্দেশ দিয়েছে কায়রোর ওই ক্রিমিনাল আদালত। সোমবার এই মামলার প্রথম শুনানি ছিল।
তবে মুবারক ও তাঁর দুই পুত্রকে নিরাপত্তার স্বার্থে আজ আদালতে নিয়ে আসা হয়নি।
তবে ২০০১-এ সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদীদের হত্যার মামলা এখনও ঝুলছে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের মাথায়। বস্তুত সেই আন্দোলনের জেরেই গদি হারাতে হয় মুবারককে।
First Published: Monday, August 19, 2013, 20:49