Last Updated: Thursday, November 22, 2012, 10:48
হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার
পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই
চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।