বিতর্কে জড়ালেন মুকুল রায়, Mukul Ray in controversy

বিতর্কে জড়ালেন মুকুল রায়

বিতর্কে জড়ালেন মুকুল রায়বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ মুকুল রায়। তাঁর বক্তব্যকে ঘিরে এবার দলের মধ্যেই দেখা দিল তুমুল বিতর্ক। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পণ্য হিসাবে চিহ্নিত করেছিলেন মুকুল রায়। তাঁর এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ নেত্রী নিজেই। রাজনৈতিক ময়দানে বহু নামেই বহুবার চিহ্নিত করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে। এবার তাঁকে সরাসরি প্রোডাক্ট হিসেবে তুলে ধরলেন তাঁরই দলের শীর্ষস্থানীয় নেতা মুকুল রায়। কোনো ঘোরয়া বৈঠকে নয় একেবারে প্রকাশ্য জনসভায়।
 
দলনেত্রীকে সরাসরি পণ্যের সঙ্গে তুলনা?তাঁর রাজনীতির বাজার দর খোঁজা? শুধুমাত্র মমতা বন্দোপাধ্যায়কে পণ্য বলেই ক্ষান্ত হননি মুকুল বাবু। বাঁকুড়া দলের সম্মেলনে দাঁড়িয়ে মমতা নামক এই পণ্য কে বাজারে সঠিক বিকোতে না পারার জন্য দোষারোপও করেছেন দলীয় কর্মীদের। অর্থাত্‍ মুকুলবাবুর বক্তব্য অনুযায়ী, গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূলের খারাপ ফলের অন্যতম কারণ, ভোটবাজারে নেত্রীকে বিক্রি করতে পারেননি দলীয় কর্মীরা। মুকুলবাবুর কথায়, ফেরিওয়ালারা। আরও একবার দেখে দেওয়া যাক ঠিক কী বলেছিলেন তিনি। মুকুলবাবুর এই মন্তব্যকে ঘিরে দলের মধ্যেই জল যথেষ্ট ঘোলা হতে শুরু করেছে। মুকুল রায়ের ভাষণের সময়ে মঞ্চে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। হতবাক তিনিও।  মুকুল রায়ের এই বক্তব্যে দারুণ ক্ষুব্ধ দলনেত্রী নিজেই। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সভায় দাঁড়িয়ে মুকুল রায় ঠিক কী কী বলেছেন তাও আলাদাভাবে জানতে চেয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

First Published: Thursday, October 27, 2011, 23:49


comments powered by Disqus