Last Updated: February 1, 2014 21:23
অকংগ্রেসি-অবিজেপি দলগুলির সঙ্গে কথাবার্তা চলছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের সঙ্গে একযোগে এগোতে চান। প্রকাশ কারাটের এই ঘোষণার পরেই তৃতীয় ফ্রন্টের পক্ষে সওয়াল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্যদিকে, সমাজবাদী পার্টি-সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মন্তব্য থেকেও অনেকে তাঁর তৃতীয় ফ্রন্টকে সমর্থন করার সম্ভাবনাই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টের চেয়ে তৃতীয় ফ্রন্টের পালেই হাওয়া জোরদার।
এআইডিএমএমকে, বিজেডি, জেডি(ইউ), সমাজবাদী পার্টি, জনতা দল সেকুলার) এবং অন্যান্য বাম দলগুলি-সহ গোটা দশেক দলের সঙ্গে কথাবার্তা হয়েছে বা চলছে। অকংগ্রেসি-অবিজেপি, ধর্ম-নিরপেক্ষ দলগুলিকে নিয়ে আসন্ন লোকসভা ভোটে এগোতে চান। বিকল্প নীতি উপস্থাপনা করাই তাঁদের লক্ষ্য।
সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট নিজের মন্তব্যে সরাসরি তৃতীয় ফ্রন্টের কথা না বললেও, ঠিক তার পরে নীতীশ কুমার সরাসরিই তার পক্ষে সওয়াল করেছেন। পাঁচই ফেব্রুয়ারি সারা দেশের বেশ কয়েকটি দল তৃতীয় ফ্রন্ট নিয়ে আলোচনায় বসছে বলে জানিয়েছেন নীতীশ কুমার। তিনি বলেছেন, "আমরা কথাবার্তা চালাচ্ছি। বামেরা উদ্যোগ নিয়েছে, আমরা তাদের সমর্থন করছি। কংগ্রেস এবং বিজেপি-ই আমাদের প্রতিপক্ষ।` অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ-কে বাইরে থেকে সমর্থন দেওয়া সত্ত্বেও মুলায়ম সিং যাদব যে ভাবে দলীয় সমর্থকদের দিল্লি দখলের আহ্বান জানিয়েছেন তাতে তাঁর তৃতীয় ফ্রন্টের দিকে ঝোঁকার সম্ভাবনাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।
এই অবস্থায় সবার নজর পাঁচই ফেব্রুয়ারির দিকে। সে দিন সারা দেশের মোট চোদ্দোটি দল বৈঠকে বসছে বলে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টের আগেই জোর তোড়জোড় তৃতীয় ফ্রন্টকে ঘিরে।
First Published: Saturday, February 1, 2014, 21:23