Mulayal Shing Jadav - Latest News on Mulayal Shing Jadav| Breaking News in Bengali on 24ghanta.com
কারাটের তৃতীয় ফ্রণ্টের পক্ষেই সওয়াল নীতীশের, সম্ভাবনা উজ্জ্বল করলেন মুলায়মও

কারাটের তৃতীয় ফ্রণ্টের পক্ষেই সওয়াল নীতীশের, সম্ভাবনা উজ্জ্বল করলেন মুলায়মও

Last Updated: Saturday, February 1, 2014, 21:23

অকংগ্রেসি-অবিজেপি দলগুলির সঙ্গে কথাবার্তা চলছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের সঙ্গে একযোগে এগোতে চান। প্রকাশ কারাটের এই ঘোষণার পরেই তৃতীয় ফ্রন্টের পক্ষে সওয়াল করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্যদিকে, সমাজবাদী পার্টি-সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মন্তব্য থেকেও অনেকে তাঁর তৃতীয় ফ্রন্টকে সমর্থন করার সম্ভাবনাই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টের চেয়ে তৃতীয় ফ্রন্টের পালেই হাওয়া জোরদার।