Last Updated: July 1, 2014 21:24

তিন দিন আগে চেন্নাইতে ভেঙে পড়েছিল ১১ তলা বাড়ি। ৬০ ঘণ্টা পর আজ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় ৪ জনকে। তারমধ্যে ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি করার পরই। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮। মোট ২৬ জনকে এখনও পর্যন্ত বাঁচানো সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীদের ধারনা এখনও ভিতরে রয়েছেন অন্তত ১৮ জন।
কাল পর্যন্ত ধ্বংসস্তুপের মধ্যে থেকে ভেসে আসছিল ক্ষীণ কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনেই অন্দ্রপ্রদেশের মহেশ(২৩), অনসূয়া(৩০) ও মাদুরাইয়ের সান্থালিকে(২৭) উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জানান, ভেঙে পড়ার সময় ৭২ জন নির্মাণকর্মী উপস্থিত ছিলেন ওই বহুতলে। বাড়ি তৈরির সময়ই বড়সড় গলদ থেকে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত বহুতলের প্রোমোটার ও ইঞ্জিনিয়র মিলিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।
শনিবারই দিল্লিতে ৫০ বছরের পুরনো চারতলা বাড়ি ভেঙে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। গত বছর এপ্রিলে মুম্বইয়ের থানে এলাকায় ৮ তলা বহুতল ভেঙে পড়ে ৭৪ জনের মৃত্যু হয়।
First Published: Tuesday, July 1, 2014, 21:24