Last Updated: Wednesday, February 20, 2013, 20:13
এলটিটি প্রধান প্রভাকরণের ছেলের নৃশংস হত্যাকাণ্ডকে `অমানবিক` বলে মন্তব্য করলেন তালিমনাড়ু মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে সুপ্রিমো জে জয়ললিতা। এই ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপেরও দাবি করেছেন তিনি। বুধবার জয়ললিতা বলেন, "এটা অমানবিক ঘটনা। শুধুমাত্র প্রভাকরণের ছেলে হওয়ায় ছোট্ট শিশুটিকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে।" এই ধরনের অপরাধকে ক্ষমা করা উচিৎ নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। "এই ঘটনা জার্মানিতে হিটলারের বর্বরতার কথা মনে করিয়ে দেয়", বলেন জয়ললিতা।