Last Updated: May 29, 2013 09:36

ফিক্সিং কাণ্ডে আজ, বুধবার জেরা করে হতে পারে হরভজন সিং ও চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারকে। দুপুরের দিকে এই জেরা করবে মুম্বই পুলিস, এমনই সূত্রের খবর।
বিন্দু দারা সিং পুলিসি জেরায় হরভজনের নামে বিস্ফোরক অভিযোগ করেন। কিন্তু তার বিশেষ কোনও প্রমাণ মেলেনি। তবে ভাজ্জিকে বিন্দু কখনও স্পট ফিক্সিং করার জন্য প্রস্তাব করেছিলেন কিনা, এমন প্রশ্নই করা হবে বলে খবর।
হরভজন সিংয়ের পাশাপাশি চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারকেও জেরা করা হবে। তবে এই তিনজন কারা, তা জানা যায়নি।
এদিক স্পট ফিক্সিং বিতর্কে ধোনি চুপ থাকায় সরব ক্রিকেটমহল। প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন ধোনির নিরাবতা খোঁচা মেরে বলেছিলেন, মাহি মনমোহন সিংয়ের মত কাজ করছে।
First Published: Wednesday, May 29, 2013, 09:36