Last Updated: Saturday, July 13, 2013, 21:07
অভিনয়টা ভালই করেন শ্রীসন্থ। মাঠে নেচে অনেক টাকার বিজ্ঞাপন পকেটে পুড়েছেন। ফিক্সিং কাণ্ডে বুকিদের সঙ্কেত দিতে রুমাল বের করে যে বাস্তব অভিনয়টা করতেন সেটাতো অস্কার পাওয়ার যোগ্য। দিল্লি পুলিস কমিশনারতো বলেইছিলেন যে শ্রীসন্থ ভাল অভিনেতা বলেই ফিক্সিং কাণ্ডের পর্দা ফাঁস করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেই শ্রীসন্থ জেলের অন্ধ কুঠুরি থেকে রুপোলি পর্দার গ্ল্যামারের দুনিয়ায় ফিরলেন। আঙুল তোলা শেষ। সমাজে তুমি ভিলেন বলা শেষ। মাঠে হয়তো তিনি আর কোনওদিনই ফিরতে পারবেন না, তবে ফিক্সিং কাণ্ডের নায়ক ফিরলেন ছবির নায়ক হিসেবে।