Last Updated: March 29, 2012 21:43

শুক্রবার আইলিগে মুম্বই এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। অবনমনের খাঁড়া ঝুলতে থাকা মুম্বই এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে খেতাবি দৌড়ে থাকা ইস্টবেঙ্গল কোচ বেশ সতর্ক।
ঘরের মাঠে আঠারোজনের দলে মেহতাবকে রাখা হলেও তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কার্ড সমস্যায় থাকবেন না রাজু গায়কোয়াড়। রাজুর জায়গায় দলের ফিরছেন গুরবিন্দর। গোলে সন্দীপ নন্দীতেই ভরসা রাখছেন মরগ্যান। ইস্টবেঙ্গল ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে কলকাতা ছাড়তে মরিয়া লালম পুঁইয়ারা। তাঁদের আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল ভাঙতে প্রস্তুত ইস্টবেঙ্গল।
লিগ টেবিলে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
First Published: Thursday, March 29, 2012, 21:43