Last Updated: June 10, 2013 16:19

টানা দুদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। শহরের বহু নীচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন বলে জানিয়েছে বৃহন মুম্বই মহানগর পালিকার বিপর্যয় মোকাবিলা বিভাগ। মালাড, আন্ধেরি, ভারসোভা, দাদর, পারেল, চেম্বুর, এলএসবি মার্গ সহ শহরের জায়গা কোমর জলের নীচে। যার প্রভাব পড়েছে যানবাহন এবং ট্রেন চলাচলে।
জল জমায় বন্ধ হয়ে গেছে মালাড ও আন্ধেরির বেশ কয়েকটি ভূগর্ভস্ত পথ। শহরের পূর্ব ও পশ্চিমপ্রান্তের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টিতে তাপমাত্রা কমায় নাগরিকরা স্বস্তি পেলেও, সপ্তাহের প্রথম দিন পরিবহণ পরিষেবা কার্যত থমকে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাণিজ্যিক রাজধানীর কাজকর্মে। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের বহু উপকূলীয় এলাকার জনজীবনও বৃষ্টিতে বিপর্যস্ত।
First Published: Monday, June 10, 2013, 16:19