Last Updated: Monday, June 10, 2013, 16:19
টানা দুদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। শহরের বহু নীচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন বলে জানিয়েছে বৃহন মুম্বই মহানগর পালিকার বিপর্যয় মোকাবিলা বিভাগ। মালাড, আন্ধেরি, ভারসোভা, দাদর, পারেল, চেম্বুর, এলএসবি মার্গ সহ শহরের জায়গা কোমর জলের নীচে। যার প্রভাব পড়েছে যানবাহন এবং ট্রেন চলাচলে।