Last Updated: March 20, 2014 22:05

বাহাত্তর ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার। দুমাসে চার্জশিট। সাত মাসে রায়। দক্ষিণ মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণের মামলায় ব্যক্তিক্রমী তত্পরতা দেখাল মুম্বই পুলিস। ওই মামলার অভিযুক্তদের চারজনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের তিনজনেই আবার দোষী সাব্যস্ত হয়েছে আরেকটি গণধর্ষণ মামলায়। আগামিকাল দুটি মামলারই সাজা ঘোষণা।
২০১৩ সালে ২২ অগাস্ট দক্ষিণ মুম্বইয়ের একটি পরিত্যক্ত কারখানার জমিতে গণধর্ষিতা হন এক চিত্র সাংবাদিক। অভিযোগ পাওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যে পাঁচ অভিযুক্ত, আসফাক শেখ, কাশিম বাঙালি, সেলিম আনসারি, বিজয় যাদব ও এক নাবালককে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে জানা যায়, অভিযুক্তদের তিনজন, সেই বছরেরই একত্রিশে জুলাই আরও একজন কলসেন্টার কর্মীকে গণধর্ষণ করেছে। সাতমাস শুনানির পর দুটি মামলারই রায় দিল মুম্বইয়ের আদালত। অভিযুক্তদের সকলকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।
First Published: Thursday, March 20, 2014, 22:05