Last Updated: Thursday, March 20, 2014, 22:05
বাহাত্তর ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার। দুমাসে চার্জশিট। সাত মাসে রায়। দক্ষিণ মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণের মামলায় ব্যক্তিক্রমী তত্পরতা দেখাল মুম্বই পুলিস। ওই মামলার অভিযুক্তদের চারজনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের তিনজনেই আবার দোষী সাব্যস্ত হয়েছে আরেকটি গণধর্ষণ মামলায়। আগামিকাল দুটি মামলারই সাজা ঘোষণা।