Last Updated: September 3, 2013 11:14

মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। ধর্ষণকাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্তর মধ্যে একজন স্বীকার করে তাদের অপরাধের কথা। পুলিসের জেরার মুখে সে জানায় সেদিন চিত্র সাংবাদিককে প্রথমে তারা তাদের সঙ্গে সময় কাটাতে আবেদন করেন। তা না মানায় জোর করে সেই চিত্র সাংবাদিককে তারা মোবাইল পর্ন সিনেমা দেখায়। এরপরই শুরু হয় নিযার্তন।
ধর্ষিতা সেই চিত্র সাংবাদিকও আগেই পুলিস অভিযোগ করে ছিলেন, তাঁকে প্রথম মোবাইল পর্ন সিনেমা দেখতে বাধ্য করে ওই পাঁচ অভিযুক্ত।
এদিকে এই কাণ্ডে অভিযুক্ত পাঁচ অভিযুক্তর মধ্যে তিনজনের বিরুদ্ধে নতুন করে ধর্ষণের অভিযোগ জমা পড়ল। মঙ্গলবার এক মহিলা পুলিস অভিযোগ জানায় ওই তিন অভিযুক্ত তাঁকে এক ক্লাবে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
First Published: Tuesday, September 3, 2013, 11:14