পর্ন ছবি - Latest News on পর্ন ছবি| Breaking News in Bengali on 24ghanta.com
মুম্বই ধর্ষণ: মোবাইলে পর্ন ছবি দেখতে বাধ্য করিয়ে শুরু হয় নির্যাতন

মুম্বই ধর্ষণ: মোবাইলে পর্ন ছবি দেখতে বাধ্য করিয়ে শুরু হয় নির্যাতন

Last Updated: Tuesday, September 3, 2013, 11:14

মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। ধর্ষণকাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্তর মধ্যে একজন স্বীকার করে তাদের অপরাধের কথা। পুলিসের জেরার মুখে সে জানায় সেদিন চিত্র সাংবাদিককে প্রথমে তারা তাদের সঙ্গে সময় কাটাতে আবেদন করেন। তা না মানায় জোর করে সেই চিত্র সাংবাদিককে তারা মোবাইল পর্ন সিনেমা দেখায়। এরপরই শুরু হয় নিযার্তন।