Last Updated: Tuesday, September 3, 2013, 11:14
মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। ধর্ষণকাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্তর মধ্যে একজন স্বীকার করে তাদের অপরাধের কথা। পুলিসের জেরার মুখে সে জানায় সেদিন চিত্র সাংবাদিককে প্রথমে তারা তাদের সঙ্গে সময় কাটাতে আবেদন করেন। তা না মানায় জোর করে সেই চিত্র সাংবাদিককে তারা মোবাইল পর্ন সিনেমা দেখায়। এরপরই শুরু হয় নিযার্তন।