Last Updated: March 13, 2014 11:44

জমজমাট ভোট যুদ্ধ বাঁকুড়ায়। একদিকে বাম প্রার্থী ন বারের সাংসদ বাসুদেব আচারিয়া। অন্য দিকে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন। ন বারের বাম সাংসদকে ভোটের ময়দানে পরাস্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস এখন দলে ফিরাচ্ছে বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার বিষয়টি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ায় প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের টিকিট না পেয়ে ইন্দাস, পত্রসায়র, বিষ্ণুপুর, তালডাংরার বেশ কিছু তৃণমূল কর্মী নির্দল হিসেবে ভোটে লড়েছিলেন। এখন লোকসভা ভোটের আগে সেই বিক্ষুব্ধ কর্মীদেরই ঘরে ফেরাচ্ছে তৃণমূল।
গত লোকসভায় বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এবার ভোটে লড়ছেন তৃণমূলের স্টার প্রার্থী মুনমুন সেন। ন বছরের বাম সাংসদ বাসুদেব আচারিয়াকে পরাস্ত করতে মরিয়া তৃণমূল কর্মীরা।
তবে জেলার তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী অবশ্য বলছেন অন্য কথা। নবারের সাংসদ পোড় খাওয়া রাজনীতিক নাকি সদ্য রাজনীতির ময়দানে পা রাখা অভিনেত্রী । শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে ১৬ মে। তবে তার আগে জমজমাট ভোট যুদ্ধ বাঁকুড়ায়।
First Published: Thursday, March 13, 2014, 11:44