Last Updated: Thursday, March 13, 2014, 11:44
জমজমাট ভোট যুদ্ধ বাঁকুড়ায়। একদিকে বাম প্রার্থী ন বারের সাংসদ বাসুদেব আচারিয়া। অন্য দিকে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন। ন বারের বাম সাংসদকে ভোটের ময়দানে পরাস্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস এখন দলে ফিরাচ্ছে বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার বিষয়টি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ায় প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের টিকিট না পেয়ে ইন্দাস, পত্রসায়র, বিষ্ণুপুর, তালডাংরার বেশ কিছু তৃণমূল কর্মী নির্দল হিসেবে ভোটে লড়েছিলেন। এখন লোকসভা ভোটের আগে সেই বিক্ষুব্ধ কর্মীদেরই ঘরে ফেরাচ্ছে তৃণমূল।