প্যারোলের মেয়াদ শেষে ইয়েরওয়াড়া সংশোধনাগারে ফিরে গেলেন মুন্না ভাই

প্যারোলের মেয়াদ শেষে ইয়েরওয়াড়া সংশোধনাগারে ফিরে গেলেন মুন্না ভাই

প্যারোলের মেয়াদ শেষে ইয়েরওয়াড়া সংশোধনাগারে ফিরে গেলেন মুন্না ভাইপ্যারোলের মেয়াদ শেষ। আজই পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগারে ফিরে গেলেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু আগেই ১৮ মাস কারাবাস করেছেন সঞ্জয় দত্ত। তাই এবার তাঁকে থাকতে হবে ৪২ মাস।

গত বছরের মে মাস থেকে পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগারই তাঁর ঠিকানা। কিন্তু গত ডিসেম্বরে তাঁর প্যারোল মঞ্জুর হয়। প্রথমে হাঁটুর চিকিত্সার জন্য সঞ্জয় দত্তকে এক মাসের প্যারোল মঞ্জুর করা হয়। এরপর স্ত্রীয়ের অনুপস্থিতিতে সন্তানদের দেখভালের জন্য তিনি আরও এক মাসের প্যারোলের আবেদন জানান। মঞ্জুর হয় সেই আবেদন। তৃতীয় বার তিনি স্ত্রীকে দেখভালের জন্য প্যারোলের আর্জি জানান। সেই আবেদনও মঞ্জুর হয়। একই বছরে তিনবার প্যারোলের জন্য বিতর্কের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। মাস তিনেক প্যারোলে থাকার পর শেষ পর্যন্ত জেলে গেলেন সঞ্জয়।

First Published: Saturday, March 22, 2014, 16:30


comments powered by Disqus