Last Updated: Friday, February 15, 2013, 17:30
আচমকাই বাড়ানো হল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির নিরাপত্তা। গতকাল রাত থেকেই তাঁর বাড়ির সামনে সশস্ত্র পুলিস মোতায়েন করা হয়েছে। মন্ত্রীদের সঙ্গে দেহরক্ষী থাকলেও মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রীদের বাড়ির সামনে সে ভাবে সশস্ত্র পুলিস মোতায়েন করা হয় না। কিন্তু, গার্ডেনরিচ-কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ ওঠার পর বিক্ষোভের আশঙ্কায় তাঁর বাড়ির সামনে সশস্ত্র পুলিস-পাহারা বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।