Last Updated: April 26, 2012 21:09

বুধবারের প্রবল ঝড়ে মুর্শিদাবাদের বেশকয়েকটি ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ঝড়ে ভেঙে পড়েছে বহু কাঁচাবাড়ি। বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কয়েকটি এলাকার বিদ্যুত সংযোগও। সরকারের কাছে ত্রাণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বুধবার সন্ধে থেকেই মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় কালবৈশাখীর দাপট। ঝড়ে ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। খুঁটি উপড়ে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। ঝড়ের তাণ্ডবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সাগরদিঘি ব্লক, নওদা ব্লক, কান্দি মহকুমার বিস্তীর্ণ এলাকা ও নবগ্রাম, পাঁচগ্রাম সহ বেশকয়েকটি এলাকা। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলও। সরকারের কাছে দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তেরা।
ফসলের ক্ষয়ক্ষতির পরিমান বিচার করে রিপোর্ট রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
First Published: Thursday, April 26, 2012, 21:09