Last Updated: Wednesday, April 4, 2012, 21:36
শহরজুড়ে ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ঝড়ে বেশ কিছু জায়গা বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং শুক্রবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনার কথা বলা হয়েছিল আবহাওয়া দফতর সূত্রে। কিন্তু তার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলল, সঙ্গে ছিল বৃষ্টি। শহর কলকাতায় হালকা বৃষ্টি হলেও ঝড়ের তাণ্ডবে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।