Last Updated: February 18, 2013 18:23

সমালোচকরা বিশেষ পাত্তা না দিলেও বক্সঅফিসে দারুণ শুরু সাড়া ফেলল মার্ডার থ্রি। মুক্তির তিন দিনের মাথায় বক্সঅফিসে মার্ডার থ্রি-র আয় ১৩.৩১ কোটি।
মার্ডার সিরিজের তৃতীয় ছবিতে ভট ক্যাম্পের 'লাকি হর্স' ইমরান হাসমির জায়গায় এসেছেন রণদীপ হুডা। ছবির সাফল্যে উচ্ছ্বসিত মহেশ ভট টুইট করেন, "মার্ডার থ্রি সপ্তাহান্তে ১৩.৩১ কোটি টাকার ব্যবসা করেছে। এটা রণদীপ হুডার সবথেকে বড় ওপেনিং...শুক্রবার ৪.৫২ কোটি, শনিবার ৪.০১ কোটি ও রবিবার ৪.৭৮ কোটি"।
গত ১৫ ফেব্রুয়ারি সারা ভারতে মুক্তি পেয়েছে মার্ডার থ্রি। ছবিত রণদীপ হুডার বিপরীতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সারা লরেন।
First Published: Monday, February 18, 2013, 18:30