Last Updated: Thursday, August 1, 2013, 20:33
গত সপ্তাহে বক্সঅফিসে মুক্তি পেয়েছিল ১১টি ছবি। প্রত্যেকটিই ছিল বিভিন্ন ধারার। এই সপ্তাহে সেই তুলনায় বক্সঅফিসের ভাঁড়ারে প্রায় সেরকম কিছুই নেই। তবে গত সপ্তাহে মুক্তি পাওয়া পুনম পান্ডের নশার রেশ ধরে এই সপ্তাহে মুক্তি পাচ্ছে বি.এ. পাস। এছাড়াও কালাপোর, লভ ইন বম্বে, রব্বা ম্যায় কেয়া করু, ম্যায় হুঁ সুরিয়া সিংঘম টু ও চোর চোর সুপার চোর রয়েছে বক্সঅফিসের ভাঁড়ারে।