অবশেষে গ্র্যান্ড স্লাম জিতলেন মারে

অবশেষে গ্র্যান্ড স্লাম জিতলেন মারে

অবশেষে গ্র্যান্ড স্লাম জিতলেন মারেব্রিটিশদের ৭৬ বছরের প্রতীক্ষার অবসান হল। ওপেন এরায় এই প্রথম কোনও ব্রিটিশ পুরুষ বিভাগে গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন অ্যান্ডি মারে। ব্রিটিশদের এই স্বপ্নের রাত এল সোমবার ভারতীয় সময় গভীর রাতে ইউএস ওপেনের ফাইনালে।

নোভাক জকোভিচকে টান টান উত্তেজনার ম্যাচে ৭-৬, ৭-৫, ২-৬, ৩-৬, ৬-৩ হারিয়ে গ্র্যান্ড স্লাম জিতে নিলেন ২৫ বছরের স্কটিশ মারে। মারের খেতাব জয়ের পর আনন্দে উদ্বেল গোটা ব্রিটেন। মারের খেতাব জয়ের আনন্দে সামিল ম্যান ইউ কোচ আলেক্স ফার্গুসন থেকে রানি এলিজাবেথ। ১৯৩৬ ফ্রেড পেরির পর প্রথম ব্রিটিশ পুরুষ হিসাবে গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেন মারে। ১৯৭৭ শেষ ব্রিটিশ হিসাবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ভার্জিনিয়া ওয়াদে। সেটাও এই ইউএস ওপেনে। সালটা ছিল ১৯৭৫। পেরিও শেষবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইউএস ওপেনে, ১৯৩৬ সালে।

এর আগে চারবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন লন্ডন অলিম্পিকের সিঙ্গলসে সোনা জয়ী মারে। কিন্তু প্রতিবারই সেই ফাইনালে কখনও ফেডেরার, কখনও আবার জকোভিচ, সেমিফাইনালে আবার নাদালের কাছে হেরে যেতেন মারে। তখন থেকেই ব্রিটিশদের মনে আশঙ্কার মেঘ। তা হলে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন পেতে কি আরও অপেক্ষা করতে হবে? অবশেষে এল এই জয়। সেই কারণেই মারের ইউএস ওপেন জয় নিঃসন্দেহে ব্রিটিশ ক্রীড়া মহলে একটা নতুন অধ্যায়ের সূচনা করল।

First Published: Tuesday, September 11, 2012, 09:14


comments powered by Disqus