Last Updated: Tuesday, September 11, 2012, 09:14
ব্রিটিশদের ৭৬ বছরের প্রতীক্ষার অবসান হল। ওপেন এরায় এই প্রথম কোনও ব্রিটিশ পুরুষ বিভাগে গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন অ্যান্ডি মারে। ব্রিটিশদের এই স্বপ্নের রাত এল সোমবার ভারতীয় সময় গভীর রাতে ইউএস ওপেনের ফাইনালে।